ঢাকা, বুধবার, ১৫ মে, ২০২৪

কিশোরগঞ্জের হোসেনপুরে ধর্ষনে নবজাতকের জন্মের স্বীকৃতি নিয়ে বিপাকে কিশোরী

কিশোরগঞ্জের হোসেনপুরে কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন, এক পর্যায়ে অন্তঃসত্তা অতঃপর শিশুর জন্ম । নবজাতকের জন্মের স্বীকৃতি পেতে অনিক হাসান ছোটন নামের এক যুবকের বিরুদ্ধে মামলা করেছে কিশোরী।মামলা ও অন্যান্য সুত্রে জানা যায়, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের নৈপুরুয়া গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে অনিক হাসান ছোটন (২০) একই ইউনিয়নের লাকুহাটি গ্রামের দুলাল মিয়ার মেয়ে রোজিনার সাথে মোবাইল ফোনে দীর্ঘদিন যাবৎ প্রেমের সর্ম্পক ছিলো। গত বছরের ১ আগষ্ট রোজিনার মা হাসপাতালে থাকায় খালি বাড়ি পেয়ে ছোটন জোর জবরদস্তি করে ধর্ষণ করে। আশ্বাস দেয় রোজিনাকে বিয়ে করার। এরই ধারাবাহিকতায় কিশোরী রোজিনার অন্তঃসত্তা হয়ে পড়ে। বিষয়টি তার মা পরে জানতে পারলেও সামাজিক আতসম্মান রক্ষার্থে তিনি ছোটনের সাথে যোগাযোগ করতে থাকেন। ছোটন তাদেরকেও বিয়ের আশ্বাস দিয়ে সময়ক্ষেপন করতে থাকে। এ ব্যাপারে একটি ফোন রেকর্ড ও আছে। এদিকে রোজিনার গর্ভের সন্তান ভুমিষ্ট হয়। কিন্তু ছোটন তার কথাবার্তা থেকে পিছিয়ে পড়ে এবং রোজিনা ও তার সন্তানের দায়িত্ব নিতে অস্বীকার করে। স্থানীয় এলাকাবাসী বিষয়টি মীমাংসার চেষ্টা চালায়। কিন্তু ধর্ষক অনিক হাসান ছোটন পালিয়ে যায়। সালিশে তার পিতা ছিদ্দিক হোসেন অস্বীকার করায় মীমাংসা হয়নি। পরে রোজিনা আক্তার বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং- ১ কিশোরগঞ্জে একটি মামলা দায়ের করেন যা পরবর্তীতে হোসেনপুর থানাকে ব্যবস্থা গ্রহনের নিদর্শে দেয় বিজ্ঞ আদালত।কিশোরী রোজিনার মা জানায়, অনিক হাসান ছোটন আমার মেয়ের সর্বনাশ করেছে। আমার মেয়ে আতœহত্যা করতে ছেয়েছিলো। সর্বদায় তাকে পাহারায় রাখতে হচ্ছে৷অন্যদিকে অভিযুক্ত ছোটনের পিতা ছিদ্দিক মিয়া জানান, আমার ছেলে সব অস্বীকার করেছে। তবুও ডিএনএ টেস্ট এ যদি সন্তান ছোটনের হয় তাহলে আমরা মা ও সন্তানকে আমাদের বাড়িতে তৃুলে আনবো।হোসেনপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, আমরা বিজ্ঞ আদালতের নির্দেশনায় একটি নারী নির্যাতন মামলা রুজু করে আসামী অনিক হাসান ছোটনকে গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রেখেছি। অতি দ্রুত সময়ের মধ্যেই আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা আশ্বাস দেন তিনি। 

ads

Our Facebook Page